মোঃ আরফানঃ কক্সবাজার চকরিয়া পৌরসভার হালকাকারা ২ নং ওয়ার্ডের সাং জালিয়া পাড়া এর জেলে মৃতঃ আবুল কাশেম (৪৮) পিতাঃ আবদুল খালেক অদ্য ৪ মার্চ বিকাল ৪ টাঃ সময় বাট খালী মাতামুহুরী নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ দরতে যান। ঐ সময় তিনি দেখেন পানির নিচে জালটি আটকে যায় তাৎক্ষণিক ঐ জেলে পানির নিচে গিয়ে জালটি উপরে উঠানোর উদ্যেশে পানির নিচে যান। ঠিক ওসময় তখন জেলে আবুল কাশেম নিখোঁজ হন।সাথে থাকা জেলেরা চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীদেরকে নিশিত করেন। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে আসেন। এবং তাকে খোঁজা হয়।অতপরঃ ১৮ ঘন্টার পরে ওই নিখোঁজ জেলের লাশটি পাওয়া যায়।
অতপরঃ ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতঃ লাশটিকে তাঁর স্বজনদের হাতে হস্তানর করে।
আরো পড়ুনঃজুয়েল শেখসহ ডাকাত দলের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
আরো পড়ুনঃআজ অমর ২১একুশে ফেব্রুয়ারি
Leave a Reply