ঢাকা ১৬ আসনে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা।মেধাবী, যোগ্যতা ও মার্জিত আচরণের কারণে আগেই মীরপুরের এলাকাবাসীর নজর কেড়েছেন তিনি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪র্থ বারের মতো দলীয় মনোনয়ন পায় তিনি।
গত ২৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের আসন ভিত্তিক তালিকা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামীলীগ। কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্তে ঢাকা ১৬ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে হাজারও মানুষ।
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেইন। মাননীয় সংসদ সদস্য ঢাকা ১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা কে পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো জানান।
এ সময় মোঃ বেলাল হোসেইন বলেন আগামী ২০২৪ সালের ৭ই জানুয়ারি নৌকাকে বিজয় করার লক্ষ্যে এবং আওয়ামী লীগ দলকে শক্তিশালী করার জন্য এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা স্বেচ্ছাসেবক লীগ সব সময় মাঠে কাজ করে যাব।
Leave a Reply